চাষীভাই চারাগাছ দেখে খুঁটে খুঁটে,
টানটান পরিবেশে বড়ো হয়ে উঠে।
মাটিমুখী শেকড়ের গোড়াগুলো ভাসা,
গোড়া থেকে পাশাপাশি টানটান ঠাঁসা।
পেট কাটা গাছ থেকে যতো রস ঝরে,
কাটা গায়ে হাঁড়ি বেঁধে সেই রস ধরে।
ছোট গাছ বড়ো হতে গুনে দিনক্ষণ,
যতো বেশি রস পায় তত ভরে মন।
ফোঁটা ফোঁটা রস ঝরে দিন যতো যায়,
সারিবাঁধা হাঁড়িগুলো গাছে শোভা পায়।
বয়সের সাথে সাথে গাছ হয় পুরো,
আজীবন কষ ছাড়ে অতঃপর বুড়ো।
বাদলের সব জল নেমে যায় খালে,
এই গাছ ভালো হয় পাহাড়ের ঢালে।
টসটসে সাদা আর আঠাযুক্ত রস,
ছুঁয়ে দেখে বুঝা যায় পুরোটাই কষ।
দিনেদিনে সযতনে গড়ে উঠে বন,
কষ তুলে দরদাম পায় জনগণ।
সারিবাঁধা গাছ দেখে এটা বুঝা ভার,
কারখানা ভরে উঠা কাঁচামাল তার।
রস কষ যাই বলি চাহিদাটা বেশ,
যতো বেশি চাষ হয় সুখী হয় দেশ।
বাগানের উঁচু গাছে বাতাসের ধ্বনি,
এ যেনো বাগান নয় রাবারের খনি।