মেহনতী মানুষের পেটে তোলপাড়,
প্লাবনের জলে ভেসে জীবন অসার।
মেঘে ঢাকা আকাশটা করে ঘুরঘুর,
কোথাওবা নিভে গেলো ফসলের সুর।
কোথাওবা দেখা যায় উত্তপ্ত নীড়,
মাঠঘাটে জল নাই ফেটে চৌচির।
অকারণ আনাগোনা সাদা মেঘ আধা,
ভরা বর্ষায়ও যেনো মাতা ভারী ধাঁধা।
বৈরিতা ফিরে এলো এই বাংলায়,
কায়াহীন ঋতুগুলো শুধু আসে যায়।
মননে খনন করে শুধু হাহুতাশ,
মন জুড়ে ভয়ডর করে বসবাস।
মধ্য শরৎ আজ রূপ রসহীন,
ঘন-কালো মেঘে বাজে শ্রাবণের বীণ।
আধা রোদ আধা ছায়া এমন তো নয়,
শরতের গায়ে মাখা প্লাবনের ভয়।
কোথাও ক্লান্ত পথিক কাঠফাটা রোদ,
কোথাওবা জলে ভেসে হারিয়েছে বোধ।
প্রকৃতির আচরণে কেন এই হাল,
কীভাবে মিটবে আশা নেই দেখভাল।
সময় এসেছে আজ সেই ভাবনার,
ভারসাম্য পেতে হলে দিতে হবে ছাড়।
শরতে শরৎ আর শ্রাবণের দিন,
পেতে হলে শোধ করো প্রকৃতির ঋণ।