ভালোবাসা দিবসের মহরত খোলা,
ফাগুনে লাগবে কাল আগুনের গোলা।
হলুদের মহারণে শুরু হবে ভোর,
ফাগুনের প্রীতিটানে এক হবে সুর।

সেই দিন শুরু হবে আজ বাদে কাল,
সাথী হবে মধুমিতা বসন্ত তাল।
হাতে হাতে ফুল দেখে হেসে যাবে দিন,
ভালোবাসা জেগে উঠে শোধ হবে ঋণ।

বসন্ত বাতাসের খুলে গেলো দ্বার,
মনে মনে শুরু হলো দেনদরবার।
প্রিয় মুখ হোলি খেলে যার ভাবনায়,
একা একা আনমনে মৃদু হাসি পায়।

ফাগুন ভ্যয়ালেন্টাইন হবে একাকার,
কাঙ্ক্ষিত ভালোবাসা হবে উদ্ধার।
ভাবনাটা মিছে নয় আশা নয় ভুল,
মন জুড়ে রঙ আনে কত-শত ফুল।

প্রজাপতি উড়ে এসে জুড়ে বসে গায়,
পাপড়ির কোণা ধরে কতো দোল খায়।
ঝলমলে দিন থাকে ফুলগুলো ফোটে,
আবেগে লাগাম ছুটে মনে রঙ উঠে।

মন ভরা আশা আর ভাবনায় গতি,
আনন্দে ভেসে যাবে রথি-মহারথি।
ফুলবনে শোনা যাবে গুনগুন সুর,
আজ বাদে কাল পাবো প্রীতিময় ভোর।