জনমনে প্রীতিবোধ তত বেশি  নাই,
নিজ পেট ভরে নিতে করে খাইখাই।
ওৎ পেতে প্রীতিবোধ যতোটুকু জাগে,
কাজ শেষে সব যায় বিপরীত ভাগে।

ফুসলিয়ে কাজে নিয়ে সাজে মহাশয়,
কাজ শেষে জানা যায় সব অভিনয়।
বিশ্বাসের ঘরে চুরি যতো দেখা যায়,
লোভে পরে কাজ সারে দায়হীনতায়।

সায় দিয়ে কাছাকাছি থাকে সুনসান,
ভরসায় ছুড়ি মেরে করে বলিদান।
মোহময় আচরণে মন বুঝা ভার,
সুযোগটা হাতে নিয়ে করে ছারখার।

প্রেমগীতি পাটে তুলে আঁটে মতলব,
সব আশা মিছে করে ভুলে অনুভব।
বাড়া ভাত পাতে নিতে গায় গুনগান,
পেট ভরে অবশেষে ঝাড়ে অভিমান।

দায়ভার কাঁধে দিলে আপনেও ভয়,
লাগামটা হাতে পেয়ে করে নয়ছয়।
সামাজিক প্রীতিবোধ কেবলই স্মৃতি,
ভাইভাই প্রীতি নয় আছে ভয়ভীতি।

মিছে ভাব মিছে টান মিছে কথা বলা,
পুতে রাখে অগোচরে আগুনের শলা।
পেটে খেয়ে পিঠে মারে গুরু মেরে শোধ,
আজ-কাল দেখা যায় কম প্রীতিবোধ।

------[রচনাকালঃ ০৪/৭/২০২৪]------->