চলো তুমি ধীরে ধীরে
হেঁটে যাও ফিরে ফিরে
কি যে তুমি চাও?
ছোলা বুট খেয়ে খেয়ে
দেখে যাও চেয়ে চেয়ে
ঘাটে বাঁধা নাও।
গান গাও সুরে সুরে
গলা ছেড়ে জোরে জোরে
মনে যত চায়,
তুমি থাকো দূরে দূরে
মজা পাও ঘুরে ঘুরে
ডাকে নেই সায়।
চোখ মুখ কালো কালো
কথা বলো ভালো ভালো
উড়ু মনে চলো,
লোক দেখে হেসে হেসে
ঘুর তুমি দেশে দেশে
কার খোঁজে বলো?
চোখ বেয়ে ফোঁটা ফোঁটা
ঝরে জল ছুটা ছুটা
এই মন পুড়ে,
আঁখি জল ছেড়ে ছেড়ে
মশা মাছি মেরে মেরে
পড়ে আছি দূরে।
এর চেয়ে ঢের ভালো
খোঁজে নাও আধো-আলো
ডাকে সারা দাও,
ভালোবেসে কাছে এসে
কথা বলে হেসে হেসে
প্রেম বুঝে নাও।