মিয়া বিবি দেখা নাই এই যার হাল,
জানি নাতো আজ ধরো কোন নায়ে পাল।
সরে আছো দূরে দূরে করো নাই খোঁজ,
আমার চোখের জল ঝরে প্রতিরোজ।

দুই চোখে জল এসে অপেক্ষা করে,
সময়ের ঘানি টেনে অবশেষে ঝরে।
নীল ঠোঁটে যতো ছিলো মন খোলা হাসি,
সেই থেকে মোহে পড়ে এতো ভালোবাসি।

ফেলে আসা দিনগুলো ছিলো সুধাময়,
আজ যেনো মন জুড়ে ভর করে ভয়।
আলো দেখে মন বলে অন্ধকার ভালো,
মনে আজ এই হালে নিভে গেলো আলো।

এতোটা খারাপ হলো আজকের দিন,
অসময়ে বুকে আজ ব্যাথা চিন-চিন।
জ্বালা থেকে এই মন চায় অবসান,
নেভাতে পারিনা আজ মনে উঠা বান।

সময় হারিয়ে আজ লাভটা কি বলো,
ভেবে দেখো কার দোষে এমনটা হলো।
মনোরোষে আজ বলো ছায়া দেখা পাপ,
কূলহারা সারা মনে ভরা অনুতাপ।

জল পড়ে দুই চোখে ভরা আজ কালি,
বিছানায় ফুল নয় শুধু ধূলাবালি।
ভুল পথে প্রেম করে এই পরাজয়,
আজ বুঝি মৃত প্রেম কত জ্বালাময়।