পৌষের জড়সড় কুয়ায়ার ভোর,
চিড়ামুড়ি খেয়ে হয় হিম ভাব দূর।
পেট ভরে পিঠা খেয়ে বিকালটা যায়,
নবান্নের ছোঁয়া পায় গ্রাম বাংলায়।
ঋতু ঘুরে ছুটে আসে প্রিয় এই মাস,
চাহিদায় যোগ হয় নারিকেল শাঁস।
নবান্নে পিঠা পুলি করে উপভোগ,
চোখ মুখে ফুটে উঠে মধুময় সুখ।
বাংলার কোল জুড়ে বারোমাস ধরে,
ছয় ঋতু ঘুরেঘুরে আনাগোনা করে।
পৌষের কুয়াশায় ঢাকা পড়ে রবি,
হিম ভাবে আঁকা হয় হৃদয়ের ছবি।
কলা দেখে পাখিদের বাড়ে গুঞ্জন,
সুর তুলে ঠোঁট দিয়ে ছিঁড়ে আবরণ।
গাছ পাকা কলা নিয়ে পাখিদের ঘোর,
ঠোঁটে তুলে পেট ভরে গলা যতদূর।
পরিযায়ী পাখি এসে গড়ে তুলে মেলা,
ভোর হলে জল ঘেঁষে শুরু করে খেলা।
পাখি ডাকা সুরে জাগে বাংলার কোল,
চেয়ে দেখে আনাগোনা মনে উঠে দোল।
সহনীয় হিম ভাব বাংলায় আসে,
হিম হিম নবান্ন এই পৌষ মাসে।
পৌষের মায়া টানে গাই গুণগান,
এই মাস শেষ হলে জাগে প্রীতিটান।