বরফের দেশ ছেড়ে ছুটে আসে উড়ে,
বহু দেশ পাড়ি দিয়ে বহু দেশ ঘুরে।
শীতে এসে জড়ো হয় পরিযায়ী পাখি,
রাত শেষে ভোর হলে করে ডাকাডাকি।

জলে নেমে পাখাগুলো ভাসমান রাখে,
রাতে কোন ডাক নয় চুপচাপ থাকে।
দলবেঁধে উড়ে যায় দলবেঁধে ফিরে,
পাখিগুলো জলে থাকে লোকালয় ঘিরে।

দূর থেকে মনে হয় পাখি নয় ফুল,
উড়াউড়ি শুরু করে জলে উঠে দোল।
শীতের কবলে পড়ে এই দেশে আসে,
পেট ভরে খানা পাবে সেই অভিলাষে।

পরিযায়ী পাখিসব কলরব তুলে,
দলবেঁধে ঠাঁই নেয় ভিন দেশ ভুলে।
এতোবেশি শীত নেই আমাদের দেশে,
পাখিগুলো মজা পায় বাংলায় এসে।

দলবাঁধা পাখিগুলো জলে শোভা পায়,
চেয়ে দেখে অবসাদ তলানিতে যায়।
ভিনদেশী পাখি এসে গড়ে তুলে মেলা,
ভোর হলে শুরু করে জল ঘেঁষে খেলা।

পাখিদের সুরে জাগে বাংলার কোল,
পাখা নেড়ে উড়া দেখে মনে উঠে দোল।
সময়টা শেষ হলে ফিরে চলে যায়,
যেখান থেকে এসেছে সেই ঠিকানায়।