বাংলার কোল জুড়ে কত-শত নদী,
নাব্যতা কমে গিয়ে কাঁদে নিরবধি।
আঁকাবাঁকা নদী আজ সব মরা খাল,
কাছে গেলে নদীগুলো করে গালাগাল।

মন মরা কৃষকের মুখে হাসি নাই,
মরা নদী সব আশা পুড়ে করে ছাই।
বছরের নয় মাস হাঁটুজল থাকে,
আগাছায় ভরে উঠে চর আর বাঁকে।

নদী ঘিরে বৈরীতা উঝানের বাঁধে,
মরা নদী ধরা খেয়ে হীনতায় কাঁদে।
কখনো বা মরা নদী কখনো প্লাবন,
সীমাহীন জ্বালাতনে ভোগে জনগণ।

শীত আর বসন্তে ছোটরাও হাঁটে,
রঙহীন তটিনীর হাঁটুজল ঘাটে।
দুই মাস ঘোলা জল দশ মাস মরা,
এই হাল ভূমিখোর মানুষের গড়া।

বর্ষায় নেমে আসা উঝানের পানি,
অগভীর নদী বেয়ে করে কানাকানি।
বিপদসীমায় উঠে বাড়িঘর ভাসে,
বিরূপ প্রভাব ফেলে কৃষকের চাষে।

দখলের হরিলুটে পলি জমা চর,
ভূমিখোর ছেয়ে গেছে গড়ে বাড়িঘর।
শীতকালে ভরা নদী বর্ষায় ভীতি,
এমন আশার কথা কেবলই স্মৃতি।

ফসলের মাঠ ভাসে প্লাবনের জলে,
কেউ হয় ভিটে ছাড়া ভাঙনের ফলে।
জমিজমা ঘরবাড়ি খেয়ে করে শেষ,
মরা নদী রোদ খরা প্লাবনের দেশ।