ওগো মা, ওগো মা তুমি কেঁদো নাতো আর,
এখন তুমি মুক্ত স্বাধীন আমার অহঙ্কার।
এতোটা দিন কান্না করে
সুখ ছিলোনা তোমার ঘরে
অন্তর জ্বালায় পুড়ে মরে করলে পারাপার।

তোমার ঘরে নাই পাহারা
ছাড়লো তারা পাগলা ঘোড়া
মা-মাটির ইজ্জত ভুলে করলো অত্যাচার।
ওগো মা, ওগো মা তুমি কেঁদো নাতো আর,
এখন তুমি মুক্ত স্বাধীন আমার অহঙ্কার।

তোমার বুকে সওয়ার করে
লাজ লজ্জার মাথায় চড়ে
করলো যারা বিত্তবৈবভ সইলো নাতো তার।
ওগো মা, ওগো মা তুমি কেঁদো নাতো আর,
এখন তুমি মুক্ত স্বাধীন আমার অহঙ্কার।

আমজনতা উল্কা বেগে
তোমার বুকে উঠলো জেগে
চোখটা খুলে সামনে দেখো সবই পরিস্কার।
ওগো মা, ওগো মা তুমি কেঁদো নাতো আর,
এখন তুমি মুক্ত স্বাধীন আমার অহঙ্কার।