পায়ে পায়ে ঠুকে ঠুকে যতদূর যায়,
ছোট শিশু বাড়ি জুড়ে সমাদর পায়।
মা বাবার মুখে থাকে হাসিমাখা ধ্বনি,
যার শিশু তার কাছে নয়নের মণি।

দুনিয়ার সব সুখ আঁচলের কোণে,
সন্তানের মুখ চেয়ে সুখ গাঁথা বুনে।
শিশুর মনের খোঁজ যার কাছে থাকে,
তিনিই ধরে রাখেন আঁচলের বাঁকে।

চোখের আড়াল করা কভু নাহি চায়,
মন জুড়ে শিশু মুখ ঘুরপাক খায়।
মৃদু হাসি ফুটে উঠে জননীর মুখে,
গদবাঁধা আশাগুলো ঢেউ খেলে বুকে।

পৃথিবীর সব রঙ শিশুটিকে ঘিরে,
মন ভরা সুর তাল উঠে তার নীড়ে।
সাদা-কালো সব রঙ লাল হয়ে ভাসে,
জননীর কোলে যদি ছোট শিশু হাসে।

আদরের সব ভাব বাটে ষোলআনা,
ভালো কথা বলে বলে মুখে তুলে দানা।
কাঁদাকাটি শুরু হলে টেনে নেয় কোলে,
ভালোবেসে তিলেতিলে বড় করে তোলে,

জননীর কোলে চড়ে বড়ো হয়ে উঠে,
চোখ ফুটে কেউ কেউ বিপরীতে ছুটে।
ফেলে আসা দিনগুলো সব ভুলে যায়,
ভাব দেখে মনে হয় নেই কোনো দায়।

প্রতিবেশী মিলেমিশে চলো ভাই ভাই,
সব কাজে নীতিবোধ ঠিক রাখা চাই।
বড়ো হয়ে সংসারে ধরো তুমি হাল,
নয়নের মণি হয়ে থাকো চিরকাল।