ঋতু ঘুরে ছুটে এলো কুয়াশার দিন,
জ্বালাময় গরমের শোধ হলো ঋণ।
মউ বনে আজ নেই গুনগুন সুর,
কুয়াশায় ঢাকা আর নিস্তেজ ভোর।
ঘন সাদা কুয়াশায় ঢেকে গেলো রবি,
চারিদিকে চোখে ভাসে কুয়াশার ছবি।
ছক বাঁধা কণাগুলো উড়ে উড়ে আসে,
সুশীতল বায়ু ঘেঁষে জলকণা ভাসে।
ছুটে আসা কুয়াশায় ঘিরে আছে বন,
পায়ে হেঁটে গায়ে আজ লাগে শিহরণ।
ভেজা গায়ে পেঁচাগুলো উড়ে সাঁই-সাঁই,
হিমায়িত আবরণে গাছে নেয় ঠাঁই।
ডালে বসা কাকগুলো শীত লেগে ফিকে,
রোদের আশায় চোখ আকাশের দিকে।
শীত লেগে কাঁপুনিতে তোলে ঘুরপাক,
কানে আসে শেয়ালের হাক তোলা ডাক।
বাড়িঘর ঝোঁপঝাড় কুয়াশায় ঢাকা,
শীত এসে ভোর রাতে পথঘাট ফাঁকা।
ঘন ভারী কুয়াশায় ঢেকে গেলো তীর,
কান বেয়ে জলকণা আনে শিরশির।
উত্তরের জনপদে কনকনে শীত,
সাবধান না হলেই হিতে বিপরীত।
ভোর থেকে শুরু হলো কুয়াশায় জোর,
তেজহীন রবি আর নিস্তেজ ভোর।