চারিদিকে দ্বীপ ঘেঁষা সাগরের জল,
কূল ঘেঁষে ভীড় করে কাঁকড়ার দল।
ছোট লাল কাঁকড়ায় ছেয়ে যায় বন,
বালি জুড়ে গড়ে তুলে লাল আবরণ।

সারা দ্বীপে মানুষের আনাগোনা কম,
শিকারী শেয়ালগুলো হরিণের যম।
শোভাময় প্যারাবনে ঘোর লাগা আঁখি,
মন বলে এতো সুখ কোন কোলে রাখি।

ঘন অরণ্য আর রাতে সুনসান,
আঁধারের ছোঁয়া লেগে মনে উঠে বান।
মাঝরাতে কূলে গেলে ঢেউ হয় সাথী,
দ্বীপ থেকে দেখা যায় হাতিয়ার বাতি।

জোয়ারের হাঁকডাক নীশি রাতে বেশি,
গায়ে আনে শিহরণ হিমায়িত পেশি।
ঢেউগুলো স্ফীত হয়ে উঠে কলতান,
হিমেল হাওয়া লেগে ভারী হয় কান।

নিঝুম দ্বীপের টানে যারা আসে যায়,
জোছনায় চরে গিয়ে হাঁটে খালি পায়।
উঁচু ঢেউ কলতানে আসে পরপর,
নোনাজল ফোঁসে উঠে ভিজে যায় চর।

হরিণের নাচানাচি প্যারাবন জুড়ে,
নিঝুম দ্বীপের বনে দলবেঁধে ঘুরে।
নোয়াখালী বরাবর জলে ভাসা টিপ,
প্যারাবন গড়ে উঠা শোভাময় দ্বীপ।