তরুছায়া ভরে মন করে উদাসীন,
চারিদিক ঘুরে দেখে কাটে সারাদিন।
চোখের পলকে থাকে শোভাময় বীথি,
বেলী জবা জুঁই ফোটা নাটোরের রীতি।

মাঠঘাট ভরে উঠা কাঁচা পাকা ধান,
গাছপালা তরুলতা সমানে সমান।
বোঁটা ধরে ঝুলে থাকা গাছপাকা ফল,
সজ্জিত আম্রকানন ভরা সমতল।

বাড়ি ঘেরা চারিদিকে সুপারি বাগান,
প্রতিটি বরজে আছে সুমিষ্ট পান।
তাল আর খেজুরের সারি সারি গাছ,
মন ভরে হালুতির তরতাজা মাছ।

চলন বিলের সাথে হালুতির যোগ,
বিলে নেমে মাছ ধরা করে উপভোগ।
শীতে এসে জল নামে আমনের ধুম,
নবান্ন উপভোগে কেঁড়ে নেয় ঘুম।

নাটোরের চমচম যতো বেশি স্বাদ,
কাঁচাগোল্লা খেয়ে দেখো করে উন্মাদ।
শীতকালে সেই স্বাদ আমনের খই,
যতো খায় তত চায় সেইসাথে দই।

পথে গেলে দুই পাশে তৃণলতা জাগে,
লোকে বলে খানা বাদে প্রশান্তি আগে।
স্থানীয় আর অতিথি চলে ভাইভাই,
নাটোরের জনপদ ঘুরে দেখা চাই।