এ সময়ে প্রতিদিন ডাকে তাল উঠে,
আজ যেনো ডাক নাই কোকিলের ঠোঁটে।
দুপুর গড়িয়ে গেলো লাগে সুনসান,
কোকিলটা মন মরা নেই তার গান।

আগডালে কেনো জানি চুপচাপ বসে,
দেখা যায় বারেবারে পায়ে ঠোঁট ঘষে।
নিচু গলা উচু করে নিঃশ্বাস নেয়,
ঘাড় তুলে মাঝে মাঝে পাখা নাড়া দেয়।

জ্যৈষ্ঠের খরতাপ কোকিলেরো লাগে,
গরমটা শুধু নয় মানুষের ভাগে।
ডালে বসা কোকিলটা চেনা বড়ো দায়,
আগডালে চেয়ে থেকে চোখ পড়ে গায়।

গরমের রাহুটানে পাখিরাও চুপ,
কানফাটা ডাক নাই মুখে নাই তোপ।
পাখিরাও আজ চায় মেঘ থেকে জল,
একা একা ডালে বসা ছেড়ে দলবল।

জ্যৈষ্ঠের খরতাপ গরমের ঝাল,
পশুপাখি মানুষের নিদারুণ হাল।
অসহ্য গরমটা কবে হবে দূর,
রাত শেষে দেখা পাবো জলে ভাসা ভোর।

জল পড়ে লাগাতার বৃষ্টিটা হলে,
প্রাণ বাঁচে মান বাঁচে চোখ যায় জলে।
বৃষ্টির দেখা নাই মিঠে নাই আশা,
পশুপাখি মানুষের নাই ভালোবাসা।