||
|||
***
সুউচ্চ
মিনারটা
শুধু কঙ্কর
মোড়ানো আর
সৌন্দর্য প্রতীক নয়,
যা দেখেই জেগে উঠে
মনের গহীনে বিধাতার ভয়,
জাগে মনে আলোড়ন আর বান,
চোখ বুজে গেয়ে যাই তার গুণগান।
সৃষ্টি জগতের মালিক যিনি তিনি দয়াময়,
আযান শুনে তাঁর কথা বারেবারে জাগ্রত হয়।
ভয়ের সঞ্চার হয়ে মনে পড়ে অকাতরে এ হৃদয়ে
খালিক তুমি মালিক তুমি আর আমি বড় গুনাহগার,
আমি শুধু তোমার মেহেরবানী চাই অনন্য অপার।
আযানের ধ্বনিগুলো যেন কানে এসে বাজে,
গুনাহ'র বোঝা মাথায় নিয়ে মরে যাই লাজে।
দয়ার সাগর মাওলা তুমি বড়ই মেহেরবান,
আমি যেন নিতে পারি কলবে আযান।
অনুভূতি করে দাও এই মনে জারি,
ধ্বনি শুনে আমি যেন
সারা দিতে পারি
অতি তাড়াতাড়ি।
***********
ফজরের পরে
পূর্বাকাশে উঠে রবি
দুনিয়ার মায়াটান ভরে,
মায়ার মোহনায় ডুবে আমি
মোহে পড়ে না হই যেন বিপথগামী।
ধন্য করে পূণ্য আমায় দাও অকাতরে,
আমার মালিক তুমি ভুবন সরোবরে।
তোমার কাছেই পানাহ চাই বারবার,
তোমারই দয়া ছাড়া পথ নাই যার;
তুমি আখেরাতে করো পারাপার।
_______________________