ছোট বড়ো জাত-পাত বাছাবাছি নাই,
যাকে পায় তার কাছে ছুটে সাঁই-সাঁই।
উড়ে এসে জুড়ে বসে ঢুকে তার হুল,
মুহূর্তেই হয়ে উঠে খেয়ে তুলতুল।

যাকে মারার জন্য করে আয়োজন,
সেই থাকে অতি কাছে করে ভনভন।
অতি ছোট হুল তার কামানের ন্যায়,
রাজা মহারাজা করে লাখ টাকা ব্যয়।

ধনী-গরিব কিংবা হোক মহাশয়,
প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হয়।
যদি তার হুল ফোটে সেই ভয় থাকে,
বিছানায় মোড়া দিয়ে মশারিটা রাখে।

বেলা ডুবে রাত হলে তার পথ ধরে,
পেট ভরে খাবে বলে বিরক্ত করে।
সারাদিন লুকোচুরি করে পলায়ন,
রাতের আশায় গুনে সময়ের ক্ষণ।

ঝলমলে আলো নয় অন্ধকার ভালো,
অন্ধকারে মহারাজা ভয় তার আলো।
ঘন-কালো অন্ধকারে উঠে তার সুর,
রাজা প্রজা খান নয় সেই বাহাদুর।

যতো জানি অতি ছোট তবু তাকে ভয়,
সবখানে তাকে নিয়ে থাকে সংশয়।
ছোট বলে অবহেলা কারো কাছে নাই,
আরামে ঘুমাতে নেয় মশারিতে ঠাঁই।

অন্ধকার পরিবেশে ঘুরাফিরা করে,
কাছাকাছি যাকে পায় তাকে ঘিরে ধরে।
উড়ে বসে জোরে দেয় হুল দিয়ে ঘষা,
কামড়েই বুঝা যায় এর নাম মশা।