তীরে এসে ভীড়ে মন সন্ধ্যাটা হলে,
মনপুরা জেগে উঠে জোয়ারের জলে।
সাগরের কূল ঘেঁষা ঝাউবনে ঢেউ,
নোনাজল ফুঁসে উঠে টানে আমাকেও।
ঢেউগুলো ফেনা তুলে উঁচু হয়ে আসে,
চারিদিকে ঢেউ এসে মনপুরা ভাসে।
বাতাসের তাড়া খেয়ে জলে উঠে সুর,
তীরে বসে বুঝা দায় সন্ধ্যা না ভোর।
বেলা ডুবে লালিমায় আকাশটা লাল,
দলবেঁধে লোক আসে নেই গোলমাল।
টান টান ভাসা মন আশা এক বুক,
সাগরের জল দেখে তোলে নেয় সুখ।
সন্ধ্যায় স্ফীত জল আসে ধীরে ধীরে,
দূর থেকে ঢেউগুলো তীরে এসে ভীড়ে।
কূল ঘেঁষা জল দেখে শিহরণ লাগে,
জনতার কলরবে মনপুরা জাগে।
দ্বীপ জুড়ে ঘাস খায় মহিষের পাল,
খামারীরা হাটে তোলে টক দই লাল।
এই দ্বীপে যাঁরা আসে খেয়ে যায় দই,
সেইসাথে শোভা পায় গুড় মুড়ি খই।
মহিষের দই ছাঁকা মিষ্টিটা ভালো,
ভোরে ফোটে জল ঘেঁষা চকচকে আলো।
কড়ই জারুল গাছে নাচে বুলবুল।
মনপুরা ছুটে গেলে মনে উঠে দোল।