ভাবনাতে চোখে ভাসে বিদায়ের ক্ষণ,
মন জুড়ে আজো আছে সেই প্রিয়জন।
যতোদিন বেঁচে আছি যাবো না তো ভুলে,
এখনো যে ভালোবাসি মন প্রাণ খুলে।
তার কথা মনে হলে কান মাথা ধরে,
মন জুড়ে প্রিয় মুখ হাঁটা-হাঁটি করে।
দিন যায় দেখা নয় ভাবনাকে ঘিরে,
মনে যতো ভালোবাসা তার কাছে ফিরে।
প্রথাগত এ জীবনে দাঁড় টেনে যাই,
প্রাণ খুলে মন থেকে তার গুণ গাই।
কখনো বা তার মনে আসে যদি সায়,
এখনো যে বেঁচে আছি সেই ভরসায়।
কাঁদে মন কাঁদে প্রাণ ছায়া মুখ দেখি,
প্রিয় সেই মুখ দেখে করি লেখালেখি।
মন থেকে ভালোবেসে কাছে টেনে নেবে,
সুধামনে ফুল ফুটে সেই কথা ভেবে।
কেমন আছে এখন পেলাম না খোঁজ,
মনে মনে এই কথা ভাবি প্রতিরোজ।
মাঝে-মাঝে মনে জাগে সব বুঝি বৃথা,
অনুতাপে মন জুড়ে জ্বলে উঠে চিতা।
প্রেম নিয়ে যতো সুখ যতো শান মান,
দুনিয়াতে ভালোবাসা বিধাতার দান।
আনমনে তার কথা ভেবে পাই সুখ,
আজো আমি ভালোবাসি সেই প্রিয় মুখ।