আম লিচু কাঁঠালের সুবাসিত ভোর,
কলরবে শুরু হয় জ্যৈষ্ঠ দুপুর।
পেট ভরে ফল খেয়ে বিকালটা যায়,
সুর তুলে পাখিরাও সুখে গান গায়।
ঋতু ঘুরে ছুটে আসে প্রিয় মধুমাস,
চাহিদায় যোগ হয় কাঁচা তাল শাঁস।
গাছ পাকা নানা ফল করে উপভোগ,
চোখ মুখে ফুটে উঠে মধুময় সুখ।
জ্যৈষ্ঠের খরতাপে পেকে উঠে ফল,
গরমটা যত লাগে তত কোলাহল।
গাছে গাছে মন যায় ঝুলন্ত ফলে,
মন ভরে স্বাদ নিতে তোলপাড় চলে।
বাংলার কোল জুড়ে বারোমাস ধরে,
ছয় ঋতু ঘুরেঘুরে আনাগোনা করে।
গ্রীষ্মের ভোর আনে ঝলমলে রবি,
পাকা ফলে আঁকা হয় হৃদয়ের ছবি।
ফল দেখে পাখিদের বাড়ে গুঞ্জন,
সুর তুলে ঠোঁট দিয়ে ছিঁড়ে আবরণ।
টকটকে রস পেয়ে চোখ উঠে ঘোর,
ঠোঁটে তুলে পেট ভরে গলা যতদূর।
সবুজের সমারোহ এই বাংলায়,
মধুমাসে পাকা ফল গাছে শোভা পায়।
জল আসে পাখি আর মানুষের মুখে,
সুখের ফুয়ারা ছুটে বাংলার বুকে।
দেশ জুড়ে আম লিচু কাঁঠালের মেলা,
মন ভরে স্বাদ নিয়ে শুরু হয় বেলা।
পাকা ফলে ভরে উঠা বাংলার কোল,
গাছ পাকা ফল খেয়ে মনে উঠে দোল।
বাংলার কোলে যত ভিনদেশি আসে,
খেতে বসে ফল চায় এই মধুমাসে।
বাহারি ফলের স্বাদে গায় গুণগান,
ফিরে গেলে বারেবারে জাগে প্রীতিটান