মেঘনার জলে গেলে মনে উঠে সুর,
রূপালী মেঘের ভেলা করে ঘুরঘুর।
জল দেখে সুনসান সন্ধ্যাটা নামে,
বুঝা যায় কত সুখ প্রীতি ধরাধামে।

সোনালী আভায় ভরে ডুবে যায় রবি,
প্রাণ খুলে সুধামন আঁকে তার ছবি।
মন জুড়ে যত সুখ জমা হয়ে যায়,
সেই সুখ মন ভরে কত গান গায়।

দক্ষিণা হাওয়া এসে প্রাণে দেয় দোল,
তীর ঘেঁষা চরে এসে নাচে বুলবুল।
সাদা বক উড়ে যায় চকবাঁধা পথে,
বসে থেকে শিহরণ উঠে নিজ রথে।

চরে থেকে চোখ যায় পাল তোলা নায়,
দাঁড় টেনে মাঝি ভাই ভাটিয়ালি গায়।
এমন মধুর ক্ষণ প্রতিদিন আসে,
মোহনায় চর জাগা মেঘনার পাশে।

সন্ধ্যায় দূরে থাকে জোয়ারের জল,
রূপছায়া জলে পড়ে করে টলমল।
রূপালী আভায় জলে ছোট ছোট ঢেউ,
দ্রুতই জাগিয়ে তোলে মরা মনকেও ।

ভাটার টানেই আছে মোহনায় সুখ,
দেখা পাবে চর জাগা মেঘনার বুক।
ফিরে এসে রূপকথা যত লোক বলে,
গিয়ে দেখো প্রাণ আছে মেঘনার জলে।