আজ যার মা-জননী দুনিয়াতে নাই,
কোলহারা ভাবনারা পুড়ে হয় ছাই।
মা নামটি যতবার উঠে আসে মুখে,
কাঁপুনিটা ঠোঁটে নয় শুরু হয় বুকে।
দুনিয়ার সবকিছু কিনে নেয়া যায়,
যার কাছে যাবে তুমি বিনিময় চায়।
জননীর কাছে তুমি যতবার যাবে,
চাহিদার পুরোটাই বিনাদামে পাবে।
আঁচলের ছায়াতলে ফুটে উঠে আঁখি,
সযতনে নিরাপদে সুশোভিত থাকি।
কোলে থেকে জ্বালা শুরু কাঁদি বারবার,
অকাতরে জ্বালা দিয়ে হই পারাপার।
মাথার উপর দিয়ে যত যাক বান,
নিরাপদে বুকে রাখে তার সন্তান।
আরামকে বলি দিয়ে সুখ করে বাসি,
বিনিময়ে তিনি চান সন্তানের হাসি।
কোলহারা বেদনায় জীবন অসার,
দুনিয়ায় মা-জননী বেঁচে নাই যার।
বেদনায় আকাশটা ছুটে আসে নিচে,
মা হারা ভুবন তার পুরোটাই মিছে।
মা'র যতো অবদান ভাবনায় আনো,
জীবনের কথা কাজে তার কথা মানো।
দুনিয়ায় হতে পারো রাজা প্রজা বর,
যান দিয়ে করে যাও মায়ের কদর।