ভুল পথে কতো কথা করি বিপনন,
কত-শত ছলনায় ভরা এ জীবন।
অবশেষে ঘরে ফিরি জড়তার পর,
মায়ার বাঁধন তবু নয় নড়বড়।
যত বেশি দূরে যাই তত মায়া লাগে,
কোন মতে দিন গেলে ঘরে ফিরি আগে।
মা-গো তুমি মনে রাখো যত প্রীতিবোধ,
কোনোদিন এই ঋণ হবে নাতো শোধ।
যত দোষ করে ফেলি তবু গুণ গাও,
করে ফেলা দোষগুলো নিজ ঘাড়ে নাও।
বাজে কথা অকারণে যত বলে যাই,
মৃদু হেসে তুমি বলো অভিযোগ নাই।
মা-গো তুমি চাহিদার সবকিছু দাও,
হাসি দেখে বুঝা দায় কি যে তুমি চাও?
কত জ্বালা দিয়ে যাই তাও তুমি হাসো,
বিরক্ত করে যাই তবু ভালোবাসো?
রাতদিন মাথা বেয়ে যত যায় বান,
হাসিমুখে সয়ে যাও থাকো সুনসান।
সারাদিন কাজ করে সুখ করো বাসি,
শত জ্বালা বুকে রাখো তবু মুখে হাসি।
বিনা লাভে হাসিমুখ আজীবন যাঁর,
শত মায়া বুকে নিয়ে ডাকে বারবার।
আজ যার মা-জননী দুনিয়াতে নাই,
আগুনে হৃদয় পুড়ে অন্ধকারে ঠাঁই।
মানুষের মন আজ যত সাদা-কালো,
দুনিয়ার সকল মা এর চেয়ে ভালো।
মায়ের মত আপন এ জগতে নাই,
তার যত অবদান মনে রাখা চাই।