মানুষের মন আর মনের মানুষ,
হৃদয়ের টান লাগে সেইসাথে হুঁশ।
আধাজলে কাদা আর বাকি জলে নাই,
বাকিটাকে আধাজল বলে ভাই ভাই।
নিজের ঢোল নিজেই পিটিয়ে লাভ কী,
সহজেই চেনা যায় পান্তা আর ঘি।
আষাঢ়ের ঢল নামে ভাসে পথঘাট,
তখন কানাও জানে বাকি নাই মাঠ।

শতবার ভাবো মন কি কারণে যাবো,
নিজের ভালো চাও তো পরেরটা ভাবো।
আশা নাই ভাষা নাই একা একা চলা,
অকারণে শেষ হয় সব কথা বলা।
লাভ ছাড়া মধুময় করো আচরণ,
তারপর চেয়ে দেখো মানুষের মন।