প্রকৃতির মোহ মায়া আজ আর নাই,
সাদা মেঘ ঘুরে ঘুরে চলে সাঁই-সাঁই।
ঋতু নিলো প্রতিকূলে নিদারুণ বাঁক,
কান পেতে শোনা যায় শরতের ডাক।

দিন আসে দিন যায় গরমের হানা,
শ্রাবণেও খাল-বিল জল ছাড়া কানা।
শাপলার ডগা আজ মাটি বেয়ে যায়,
জানেনা তো সেও তার ঠিকানা কোথায়?

মেঘ দাও পানি দাও ছায়া দাও বলি,
খালে বিলে মাছে মাছে নাই কথাকলি।
বৈরিতায় চৌচির জল ছাড়া খাল,
আজ-কাল এই বুঝি শ্রাবণের হাল।

ঝুম বৃষ্টি ধুমধাম এটা স্বাভাবিক,
তবে কেন শ্রাবণেও আজ বেরসিক?
জল ছাড়া মন পুড়ে দিন ঘুরে ঘুরে,
ফেটে উঠা মাঠঘাট হা-হুতাশ ছুঁড়ে।

ঘন নীল আকাশটা মাটি চেয়ে দেখে,
জল ছাড়া জ্বালা দেয় বাতাসটা রেখে।
বাদলের দিন ভুলে পড়ে আছি দূরে,
গরমের তেজ শুরু কাকডাকা ভোরে।

গাছপালা কেটে সাফ ঘনকাল ধোঁয়া,
প্রতিকূল কাজে নাই প্রকৃতির ছোঁয়া।
কাল-ঋতু কোন পথে কারো নাই হুশ,
দুষণের কারিগর মানুষের দোষ।