হাহুতাশ ভরা আজ আবদ্ধ নীড়ে,
মানবতা জলাঞ্জলি চারিপাশ ঘিরে।
মানুষ মানুষের জন্য বলা বড় দায়,
সোরগোলে সময়টা অকারণে যায়।
ভাব নাই কারো সাথে অযতাই ভিড়,
ভয়ে মন কখন যে ছুটে আসে তীর।
কারো মনে সুখ নাই শুধু পেরেশানি,,
ভয়ভীতি মন জুড়ে করে কানাকানি।
চনমনে মন আজ রাত জাগা পাখি,
ভুলে যাই বিধাতাকে কতোবার ডাকি।
মন বলে শুভদিন আয় ফিরে আয়,
আঁধারের ছায়া মেখে পরাণটা যায়।
দিন যায় হাহুতাশে রাতে নাই ঘুম,
মন ভরা পেরেশানি ভাবনায় ধুম।
এলোমেলো ভাবনাকে যত বলি থাক,
ভোররাতে হুশ আনে পাখিদের ডাক।
ভোর এলো সুনসান কলরব নাই,
যেমনটা মাঝরাতে এখনো যে তাই।
চারিদিকে যায় মন ঘোর লাগা আঁখি,
আঁধারটা কেটে গেলো রবি আসা বাকি।
মন ভরা আশাগুলো মিটিমিটি জ্বলে,
অসময় পার করে কথা বলে বলে।
হয়তো-বা ভুলে যাবো আঁধারের কথা,
শেষ হবে অসময় পাবো মানবতা।
------------------><-------------------
রচনা>>>২০/৭/২০২৪