মাঝ রাতে বৃষ্টিটা প্রতিদিন আসে,
কেনো জানি আকাশটা খিলখিল হাসে।
নেমে যায় রিমঝিম বৃষ্টির ধারা,
নিশি রাতে খোঁচা নয় এটা মনকাড়া।
বৃষ্টির ছোঁয়া পেয়ে ভেঙে যায় ঘুম,
শনি শেষে এভাবেই গেলো রবি সোম।
এ সময় ফিরে এলো আজো নেমে গেলো,
বুঝি নাই সময়টা কি যে মজা পেলো।
খুব বেশি ধারা নয় সামান্য হয়,
ভোর রাতে পথঘাট ভেজা ভেজা রয়।
রাত নয় ভোর হলে হয় জানাজানি,
রবি এসে শোষে নেয় ভেজা পথখানি।
প্রতিদিন মাঝ রাতে হিম ভাব গায়,
গরমের শরমটা ভেঙে দিয়ে যায়।
আবারো যে ফিরে আসে আরামের ঘুম,
বৃষ্টি ভেজা রাতের ঘুমে লাগে ধুম।
সময়ের মজা নয় মোহময় লাগে,
শুধু এই সুনামটা শ্রাবণের ভাগে।
নিশি রাতে প্রতিদিন আকাশটা গলে,
মন বলে আরো যেনো এভাবেই চলে।
বর্ষার মৃদু রূপ শ্রবণের রাতে,
শেষ রাতে ছুটে এসে জমে ফুটপাতে।
এটাই বা কম কিসে মনে ফুটে ফুল,
আরামের ঘুম এসে ভাঙে সব ভুল।