দুনিয়া ও আখিরাতে মালিকানা যাঁর,
তাঁর ভয়ে শুরু হলো মনে তোলপাড়।
আরাফায় দুই হাত কাঁপে থরথর,
আজ তাই উঠে গেলো ভীতু মনে ঝড়।
আখিরাতে অবিশ্বাস নেই একচুল,
আল্লাহু আল্লাহ তুমি মাফ করো ভুল।
দুনিয়ার মায়া ছেড়ে আজ কপোকাত,
এহরাম গায়ে পড়ে উঠিয়েছি হাত।
ক্ষমতার তাঁবেদারি সবকিছু ভুল,
মাফ যদি নাই করো বাঁচবে না কোল।
সব গোনাহ মাফ নিতে আশা এক বুক,
পাপের বোঝা মাথায় মিছে ইহলোক।
খালিক মালিক প্রভু তুমি দয়াময়,
মাথাভারী পাপ করে মনে শত ভয়।
পাড়ি দেয়ার ভরসা একান্ত তুমি,
পাপী মানুষের ভারে কাঁপে আজ ভূমি।
অপরাধবোধ আজ আলোড়িত করে,
মনে চায় থেকে যাই আজীবন ধরে।
সারাদিন খাড়া থেকে নেই পেরেশানি,
ভাবনাতে আখিরাত তোমারই বাণী।
দুনিয়ার সব দায় দূরে চলে গেলো,
মরণের ভয়ে আজ কাঁপুনিটা এলো।
দুনিয়া ও আখিরাতে তুমি মহারাজ,
রাব্বুল আলামীন দয়া করো আজ।
লাব্বাইক ধ্বনিতে মনে উঠা বান,
ভুলে মন জগতের মিছে মায়াটান।
দুনিয়ার মোহমায়া ভুল সব কাজ,
দয়ার সাগর তুমি মাফ করো আজ।