দিবানিশি চোখে ভাসে জনতার স্রোত,
পাশাপাশি ভিনদেশি ধ্যানে মজবুত।
দলে দলে আসে লোক চলে ধীরে ধীরে,
মসজিদে নববীতে মনোযোগ ঘিরে।
সকলের মুখে থাকে কলেমার বাণী,
কারো সাথে কারো নেই কথা টানাটানি।
এক সাথে এতো লোক দলাদলি নাই,
সারি বেঁধে খালি পায়ে চলে ভাইভাই।
মদিনার পথে হেঁটে মনে উঠে পাল,
যাত্রাটা এক পথে নেই গোলমাল।
নববীর কাছে গিয়ে মন রওজায়,
সালামটা দিয়ে মন শান্তনা পায়।
একবার গেলে মন বারবার চায়,
মন ভরা প্রশান্তি আছে মদিনায়।
মোমিনের মুখে প্রিয় রাসুলের নাম,
কাছে গিয়ে পেশ করে দুরুদ-সালাম।
সব পাপ মাফ পাবো সেই মনোরথে,
দুনিয়াতে পড়ে আছি ধ্বংসের পথে।
পাপের বোঝা মাথায় স্তুপাকারে জমা,
পার পেতে প্রয়োজন বিধাতার ক্ষমা।
মন জুড়ে দানাবাঁধা অনুভব তাঁর,
আখিরাতে সুপারিশ প্রয়োজন যাঁর।
দুনিয়ার যতো পাপ সেই ভাবনায়,
বারেবারে এই মন যায় মদিনায়।