বিনা লাভে হাসিমুখ আজীবন যাঁর,
শত মায়া বুকে নিয়ে ডাকে বারবার।
ধরণীর আলো দেখে ফুটে উঠে আঁখি,
মায়ার বাঁধনে পড়ে সুশোভিত থাকি।

দিনরাত জ্বালাময়ী কত বাঁধা রুখে,
তারপরও মুখ চেয়ে ধরে রাখে বুকে।
নিজ সুখ অকাতরে করে যান বাসি,
বিনিময়ে তিনি চান সন্তানের হাসি।

দিন যায় কথা থাকে যতো বদনাম,
গায়ে সয় পায়ে পিষে পুরো ধরাধাম।
হও যতো জ্ঞানী গুণী যতো বিশারদ,
তবু তুমি তাঁর কাছে বেশি নিরাপদ।

আজীবন গায়ে থাকে আঁচলের ছায়া,
ঢেলে দেন দুনিয়ার সব দয়ামায়া।
শত জ্বালা বুকে নিয়ে করে গুণগান,
তাঁর কাছে সাদা-কালো সমানে সমান।

যার কাছে যাও তুমি তার লাভ দেখে,
মা-ই দেন সবকিছু বিনামূল্যে এঁকে।
আজ যার মা-জননী দুনিয়াতে নাই,
আগুনে হৃদয় পুড়ে অন্ধকারে ঠাঁই।

যতো থাক ভাই বন্ধু সারা দুনিয়ায়,
সন্তানের সুখটাতো মা-ই বেশি চায়।
দুনিয়ার মোহে যদি হাহুতাশে থাকো,
কষ্ট করে হলেও  মা-কে সুখে রাখো।