গ্রীন ভ্যালী জুড়ে মন চলে সাঁই-সাঁই,
তরুলতা ডেকে বলে কাছে এসো ভাই।
চারিদিক চেয়ে দেখে মনে উঠে দোল,
শোভাময় বীথি আর চোখে ভাসে ফুল।

নাটোরের পাদদেশে লালপুর এসে,
দেখা পাই তরুলতা কথা বলে হেসে।
ভাবনারা মন জুড়ে যতো ঢেউ তুলে,
কাছে গেলে বনলতা দরজাটা খুলে।

পাখি সব রব তোলে যতো গান গায়,
বীথি ঘেঁষে প্রকৃতি ছুঁয়ে দেখা যায়।
সুখটুকু মনে হয় লাখ টাকা তুলা,
লালপুরে গ্রীন ভ্যালী যায় নাতো ভোলা।

তরুছায়া ভরে মন যতো থাক রোদ,
তাজা ফুল মনে আনে প্রীতিময় বোধ।
এমন মধুর ক্ষণ সারাদিন আসে,
যারা এসে ঘুরে দেখে মন খুলে হাসে।

চোখ জুড়ে রঙ আনে শোভাময় ভোর,
লাল রবি উঁকি দেয় ডাকে লালপুর।
মনের হরষে উঠে সুধাময় বান,
লালপুর এসে গাও মন খুলে গান।

নীল জলে ঢেউ উঠে মন বেয়ে যায়,
সুখ যদি পেতে চাও উঠে যাও নায়।
নাটোরের লালপুর গ্রীন ভ্যালী আসো,
প্রাণ ভরে সুখ নিয়ে মন ভরে হাসো।

বেলা ডুবে লালিমায় আকাশটা লাল,
দলবেঁধে লোক আসে নেই গোলমাল।
তরুলতা বলে কথা লোকে বলে ভাই,
মন ভরে দম নিতে লালপুর যাই।