ঘন সাদা কুয়াশায় কুণ্ডলী আঁকে,
ঝলমলে আলোটাকে কুয়াশায় ঢাকে।
হিম হিম ভাব আনে কুয়াশার দিন,
বিপদের ভয় থাকে হলে উদাসীন।

চারিদিকে কুয়াশাটা যতো বেশি পড়ে,
সেইসাথে ভোর রাতে নিরবতা ঝরে।
ফাকা পেয়ে গাড়িগুলো ছুটে যায় জোরে,
দুই গাড়ি মুখোমুখি বেশি হয় মোড়ে।

ধীর গতি ঘিরে চলে পথে উঠা গাড়ি,
পথটুকু দিতে হয় সাবধানে পাড়ি।
মনোযোগ যতো রাখে কুয়াশাটা ঘিরে,
তারাই তো ফিরে যায় যার যার নীড়ে।

ভোর রাতে পথঘাট ঘোলা হয়ে আসে,
ক্ষতি হয় জান মালে কুয়াশার মাসে।
ভুল পথে যতো গাড়ি মুখোমুখি হয়,
ঘোর লাগা কুয়াশায় শেষ সমুদয়।

দুর্যোগে ঘাড়ে থাকে কুয়াশার ঝুঁকি,
ক্ষণিকের ভুলেই তো হয় মুখোমুখি।
বিপদের দায় থাকে চালকের ঘাড়ে,
সাবধান না হলেই সমস্যা বাড়ে।

জলকণা হিম ভাব পাশাপাশি চলে,
কুয়াশাটা বেশি পড়ে সকালটা হলে।
ভোর হলে কুয়াশায় ঢাকা পড়ে রবি,
পৌষের সকালের এটাই তো ছবি।