মাঠ ভরা ধান তাঁর মন ভরা আশা,
ফসলের ক্ষেত জুড়ে সব ভালোবাসা।
পাকা ধান ঘরে তোলে নবান্ন আসে,
সেইসাথে বাংলার কুয়াশাও হাসে।

ফসলের আশা যার হৃদয়ের মাঝে,
ক্ষেতজুড়ে ধান তার শোভাময় সাজে।
খুশির জোয়ার আজ অজপাড়া গাঁয়,
পাকা ধান কেটে নিয়ে হেঁটে বাড়ি যায়।

আমন কাটার পর চাষ হয় রবি,
ঘাম ঝরা জমিতেই তার জলছবি।
শিশির আর শীতের আগমনী সুর,
রবি চাষে শুরু হয় কৃষকের ভোর।

রাত শেষে ছুটে আসে হিমভাব গায়,
ভোরের শিশির দেখে মন ভরে যায়।
শিশিরটা কেটে গেলে ব্যস্ততা কাজে,
অজপাড়া আজ যেনো সুধাময় সাজে।

একখানি জমিতেই কৃষকের মন,
ফসলের মাঠ জুড়ে করে বিচরণ।
ভোরের কুয়াশা আর ঘরে ভাজা মুড়ি,
পেট ভরে খেয়ে যায় কাঁধে নিয়ে ঝুড়ি।

সুখ-দুঃখে জীবন সমানে সমান,
ফসলের ঘ্রাণ নিয়ে জীবনের গান।
বড়ো বেশি আশা নেই দুনিয়ার মোহে,
ছোটখাটো সংসার কৃষকের রুহে।