বাংলার কোলে কতো আঁকাবাঁকা নদী,
নাব্যতা কমে গিয়ে কাঁদে নিরবধি।
বছরের নয় মাস হাঁটুজল থাকে,
কোথাওবা চর পড়া মরা নদী বাঁকে।
বর্ষায় নেমে আসা উজানের পানি,
অগভীর নদী বেয়ে করে কানাকানি।
বিপদসীমায় উঠে বাড়িঘর ভাসে,
বিরূপ প্রভাব ফেলে কৃষকের চাষে।
নিঃস্ব হয় কৃষক প্লাবনের জলে,
কেউ হয় ঘরছাড়া ভাঙনের ফলে।
ঘরবাড়ি জমিজমা খেয়ে নেয় নদী,
কেউ কেউ প্রাণে বাঁচে চর জাগে যদি।
নদী ঘিরে বৈরীতা উজানের বাঁধে,
মরা নদী ধরা খায় হীনতায় কাঁদে।
কখনো বা মরা নদী কখনো প্লাবন,
অসহায় জ্বালাতনে ভোগে জনগণ।
কৃষকেরা যতো বলে সংস্কার চাই,
উজানের বাঁধ রেখে তাতে লাভ নাই।
খননের পরে যদি বাঁধগুলো উঠে,
তবেই তো হাসি ফুটে কৃষকের ঠোঁটে।
দিবাস্বপ্নের কোন ভিত্তিমূল নাই,
প্রতিবেশী বাঁধ দিয়ে পুড়ে করে ছাই।
সমঝোতা করে যদি আসে শুভদিন,
কৃষকেরা হতে পারে দুশ্চিন্তাহীন।