চেয়ে আছে চাষী ভাই ধান নেবে ঘরে,
জমি থেকে কেটেকুটে কিছুদিন পরে।
বান বন্যা এসে গেলে যায় সমুদয়,
পাকা ধান ঘরে নিয়ে কেটে যাবে ভয়।
কৃষকের ক্ষেতে আজ কাঁচা পাকা ধান,
ফসলেই ঝুলে আছে মান-সম্মান।
পাকা ধান ঘরে তুলে শোধ হবে ঋণ,
টেনেটুনে চলে যাবে কোন মতে দিন।
ফলানো ফসল বেচে ধার দেনা দেয়,
আবারো নতুন করে কৃষি ঋণ নেয়।
উপবাসে দিন যায় চায় অনুদান,
দুর্যোগ মাথায় চড়ে যদি আসে বান।
এই যুগে চাষাবাদ সনাতন নাই,
খরচের খাতা খুলে যায় সবটাই।
ফসলাদি ভালো হলে মন ভরে যায়,
কৃষকের ঘরে ঘরে হাসি ফুটে গাঁয়।
আধুনিক চাষাবাদে বাড়ে পরিমাণ,
জমানো ফসলে করে মোকাবেলা বান।
অসময় কেটে গেলে ফুটে উঠে হাসি,
পরিবার সাথে নিয়ে খুশি হয় চাষী।
বান বন্যা দুর্ভোগ আসে বিনাদোষে,
মৌসুমি ফসলেই তার ক্ষতি পুষে।
আপদের দিন বুঝে রাখে সঞ্চয়,
জমা পুঁজি যার থাকে তার নেই ভয়।