শেষ রাতে শুরু হয় হিম ভাব গায়,
ভয় লাগে এই বুঝি শীত এসে যায়।
রাত এসে শুরু হয় শিশিরের ছোঁয়া,
ভোর রাতে গাছপালা কুয়াশায় ধোয়া।

হিম হিম হেমন্ত বাতাসের টান,
কৃষকের ক্ষেত ভরা কাঁচাপাকা ধান।
ভাবনায় কৃষকেরা নয় উদাসীন,
কাঁচা ধান পেকে যাবে আর ক'টা দিন।

মাঠ ভরা ধান তাঁর মন ভরা আশা,
আমনের ক্ষেত জুড়ে সব ভালোবাসা।
পাকা ধান ঘরে তুলে নবান্ন আসে,
সেইসাথে বাংলায় শিশিরেও হাসে।

খুশি মনে ক্ষণে ক্ষণে মন ভরে গানে,
ঘরগুলো ভরে উঠে গোলা ভরা ধানে।
শিশিরের ছোঁয়া মাখা ঘরে পিঠাপুলি,
এই বুঝি শুরু হলো কৃষকের বুলি।

ভোরের কুয়াশা আর ঘরে ভাজা মুড়ি,
রান্নাঘরে বেজে উঠে হাতে পড়া চুড়ি।
মন ভরা আনন্দ ঢেউ খেলে যায়,
ভাপা পিঠা ক্ষীর-মুড়ি সবে মিলে খায়।

আমন কাটার পর চাষ হয় রবি,
ঘাম ঝরা জমিতেই তার জলছবি।
শিশির আর শীতের আগমনী সুর,
আশা নিয়ে শুরু হয় কৃষকের ভোর।