কথা আর আচরণ যার ভালো হয়,
মানবতা জেগে উঠে ডাকে মহাশয়।
প্রতিবেশী ভালোবাসে করে গুণগান,
সেইসাথে দ্রুত বাড়ে মান সম্মান।
ভালো কথা ভালো কাজে সজ্জিত মন,
দরজাটা খোলা রেখে তোলে আবরণ।
হাহুতাশি ভাব নেই ভয় নেই যার,
তার কোনো কাজে নেই দেনদরবার।
মানুষের ভীড় ঠেলে চলে ধীরে ধীরে,
অবশেষে ফিরে আসে কাজ শেষে নীড়ে।
মাথাভারী কোন কাজে তার নেই সায়,
তিন ক্রোশ দূরে থাকে অকারণে দায়।
শুভ দিনে ভালো কথা মনে রঙ তোলে,
বেশি বলে লাভটা কী সম্মান ভুলে।
পথ ভুলে কথা যদি বিপরীতে যায়,
ভাবনাটা আগে রাখো ঠিকানা কোথায়?
মনে রেখো কটু কথা নিদারুণ থিতু,
ধ্বংসের মুখে ফেলে মন হয় ভীতু।
অমলিন সুখ স্মৃতি কথা দিয়ে আঁকো,
কথা দিয়ে কথা রাখো পরিপাটি থাকো।
যেমন কথার দ্বারা মনে ফুল ফুটে,
কথার কারণে শত যমদূত উঠে।
হক কথা সৎ পথে জীবনের মূল,
ভেবে বলো সব কথা করবে না ভুল।