তৃপ্তি আনে পেটও ভরে, এমন ফল কলা,
কাদি-কাদি, থোকা-থোকা, এক ছড়িতে মেলা।
কাঁচা কলা রেঁধে খায়, পাকা কলা ছিলে,
ছোট বাচ্চাও মজা পায়, টপ-টপা-টপ গিলে।
পটাশিয়াম, খনিজ লবণ, মিনারেলও নেবে,
পুষ্টিগুণ খাদ্য প্রাণ যত চাও পাবে।
ভিটামিন সি বেশি থাকে, আরো থাকে বি,
দুধ কলা পাতে নাও, সাথে নাও ঘি।
মাটি ভেজায় লাগায় চারা, এতো সহজ কাজ,
অতিদ্রুত বেড়ে উঠে, বিনা যত্নে গাছ।
সার মাটির প্রয়োজন নেই, বাঁচে পানি দ্বারা,
গাছের গোঁড়ায় পানি দিলে, গজায় নতুন চারা।
লুজ মোশনে আটি কলা, বেশি লাগে কাজে,
সবরি কলা, সাগর কলায় নাস্তায় প্লেট সাজে।
বাংলা কলা খেতে স্বাদ, পুষ্টিগুণও বেশি,
চাম্পা কলা ছোট হলেও, এটাই আসল দেশি।
রিশ্যা কলা কাঁচাই ভালো, রান্না করে খায়,
কোষ্ঠ্যকাঠিন্য কমিয়ে আনে, শক্তি বৃদ্ধি পায়।
এ দুনিয়ায় যত মানুষ, সবার প্রিয় কলা,
পাকা কলা বানর খেয়ে ফিকে মারে ছোলা।
কলার ছোলা বেশি খায়, থাকে যদি ছাগল,
কলা খেয়ে ছোলা দাও, ছোলার জন্য পাগল।