বারোটায় খুলে যায় কবিতার ডালি,
শেষ রাতে পড়ে থাকে সব এজমালি।
যার যতো মনে চায় তার মতো লিখে,
কেউ শুধু পড়ে যায় কেউ দেখে শিখে।
খাতা আর কলমের করে ব্যবহার,
মন জুড়ে সুর তাল উঠে বারবার।
মনে থাকা কথাগুলো ঘুরপাক খায়,
কলমের ছোঁয়া পেয়ে আসে কবিতায়।
শব্দ বুননে গড়ে ছক বাঁধা সারি,
ধীরে ধীরে গড়ে উঠে কবিতার বাড়ি।
আবেগের সুরারোপে করে একাকার,
কবি আর কবিতাই তার পরিবার।
কবি হতে কবিতায় থাকে বারোমাস,
মন জুড়ে করে যায় কবিতার চাষ।
সময়ের দোলাচালে চাঁদ আর রবি,
কবিমনে জাগরূক কলমের ছবি।
রবি শশী কবিমন নাড়া দিয়ে যায়,
মনে উঠা সুর তাল সব বুঝে পায়।
আজীবন কবি থাকে কবিতার পাশে,
কবিতার ভাবনাকে কবি ভালোবাসে।
আকাশের নীল রঙ মৃদু লাল রবি,
কবিমনে নীল নয় ভাসে জলছবি।
মূল ভাব বুঝে উঠা পাঠকের দায়,
তা না হলে সময়টা অকারণে যায়।
প্রকৃতির মায়াটানে কথা বলে বলে,
কবি আর কবিতারা পাশাপাশি চলে।
সামান্য ঘটনাও বড়ো হয়ে উঠে,
কবিতায় তুলে নিতে কবিমন ছুটে।