ভুলগুলো আজ মনে করে হইচই,
যাকে আমি ভালোবাসি আমি তার নই।
মন আজ কথা বলে
যতো ভাবি তত জ্বলে
সেই ভুল মনে হলে বিচলিত হই।
আকাশের কতো তারা ঝলমল করে,
নিবুনিবু কিছু তারা থাকে অনাদরে।
যার কোন দাম নাই
হাহুতাশে পুড়ে ছাই
মেঘ দেখে বুঝে নাই কত জল ঝরে।
নিবুনিবু যতো থাক তবু থাকে আশা,
ভুলগুলো মুছে গেলে হয় ভালোবাসা।
আশার প্রদীপ জ্বলে
পাশাপাশি কথা বলে
মনে থাকা সব ভাব অন্তরে ঠাঁসা।
জাল বুনে মন ভাবে সব নয় বৃথা,
যতোবার জলে ডুবে ভাসে লালফিতা।
লেগে থাকে অনটন
তবু খুঁজে হারাধন
স্বাদ খুঁজে দেহ-মন হোক না তা তিতা।
দিন যায় রাত যায় কাল হয় আজ,
ভাবনাটা মন জুড়ে করে কতো সাজ।
মন সাজে প্রাণ সাজে
প্রেম সাজে তার কাজে
মন প্রাণ মরে লাজে ছেড়ে তার কাজ।
আশা জাগে সব ভুল হবে মিটমাট,
দ্রুত হবে আলোকিত বারোয়ারী ঘাট।
বিশ্বাস ফিরে পাবে
অনামিকা মিলে যাবে
অতীতের ভুলগুলো করে কাটছাট।
কিছু ভুল ভুল নয় জ্বলন্ত শিখা,
দায়ে পড়ে গায়ে সয় নিজ হাতে লিখা।
সুখের পরিধি বাড়ে
দ্বারে এসে কড়া নাড়ে
ভালোবাসা গাঢ় হয় কাটে কুহেলিকা।