ভুল বুঝে যাকে ভাবো তৃণ সমতুল,
অসময় ডেকে আনে সেইসব ভুল।
বুঝে উঠে পরে বলো মরি হায়হায়,
অকারণে হলো ভুল ছিলো নাতো দায়।
কখনো বা ভুলগুলো ফুল হয়ে ফুটে,
প্রয়োজনে জ্ঞান দিয়ে আগে আগে ছুটে।
ভুল থেকে শিখে নাও জীবনের মানে,
আগামীর খোলা পথ পাবে প্রতিদানে।
সরু পথে হেঁটে যেতে হও সাবধান,
অকারণে দায়সারা তুলো নাতো বান।
ক্ষীণ স্বরে তাকে ডেকো যাকে তুমি চাও,
বুঝেশুনে সাবধানে কাছাকাছি যাও।
আচরণ ভালো হলে সবাই তা বুঝে,
নিজেদের প্রয়োজনে যে কারণে খুঁজে।
বিশ্বাসের নিঃশ্বাসে হতে চায় পার,
ফলাফল ভালো হলে সাথী হয় তার।
কূল হারা ঢেউ নয় সমাদর চায়,
হিসাবটা বুঝে পেলে আগে-পিছে যায়।
এটা কোনো ধাঁধা নয় জগতের রীতি,
সমান সমান রাখো উভয়ের প্রীতি।
এর চেয়ে ঢের ভালো সমতায় চলো,
যার তুমি সারা চাও তার কথা বলো।
দায়সারা কাজ করে যদি করো ভুল,
শেষ নয় শুরুতেই লাগে গণ্ডগোল।