বৃষ্টি এসে ভেঙ্গে দিলো আকাশের ঘুম,
শ্রাবণের শেষে আজ বরষার ধুম।
মাঠেঘাটে জল জমে করে টলমল,
চারিদিক ভেসে গেলো জল আর জল।
আকাশের মেঘ দেখে আশা এক বুক,
জল পেয়ে কৃষকের ঘরে আজ সুখ।
ভরে গেলো খাল-বিল ভরা মাঠ ঘাট,
কৃষকের ডোবা ঘিরে তলানিতে পাট।
কিলবিল পোনামাছ ছুটাছুটি শুরু,
শিকারীর সব আশা আজ হলো পুরো।
চাষীভাই ক্ষেতে নেমে তার মুখে হাসি,
খুশি মনে কাজ করে খুশি রাশিরাশি।
ঘন-কালো মেঘমালা আকাশের গায়,
বৃষ্টির ফোঁটা ঝরে জল দিয়ে যায়।
একবার শুরু হলে পড়ে অবিরাম,
বাদলের রূপ নিয়ে ভাসে ধরাধাম।
শ্রাবণের শেষে দেখি বাদলের দিন,
জল ঝরে বেজে উঠে বরষার বীণ।
জেলেভাই মাছ ধরে, তার নাও বায়,
দাঁড় টেনে পাল তুলে ভাটিয়ালি গায়।
বরষার জল পেয়ে উঠে তাল সুর,
ভাটিয়ালি সুর আজ লাগে সুমধুর।
ফসলের জমি আর কাঠ ফাটা নাই,
জলে ঢাকা জমি পেয়ে খুশি চাষীভাই।