বোরো চাষ শুরু করে খাটুনিটা যায়,
চাষি ভাই ক্ষেত জুড়ে ঘুরপাক খায়।
দিনভর সময়টা যায় নিড়ানিতে,
চারাগাছ বড় করে জল দিতে দিতে।

কাদাজলে কাজ করে বয়ে যায় বেলা,
ঘাম ঝরে দিন কাটে নেই অবহেলা।
ভালো ফসলের টানে খেটেখুটে যায়,
ফসলটা ভালো হলে হাসি ফুটে গাঁয়।

ধূলাবালি কাদা মেখে ফির যায় নীড়ে,
ফসলের ভাবনায় হাঁটে ধীরে ধীরে।
ভরে যাবে মাঠঘাট পাবে পাকা ধান,
কত ধানে কত চাল করে অনুমান।

মাঠ ভরা ধান দেখে ভালো তার মন,
পাকা ধান ঘরে নিতে গুনে দিনক্ষণ।
গামছাটা সাথে নিয়ে থাকে অবিচল,
ফসলের মুখ দেখে বাড়ে মনোবল।

জমির ফসল ছাড়া কোন লোভ নাই,
ফসলটা ভালো হোক চায় চাষি ভাই।
মাঠে গিয়ে কাজ করে শ্রম দেয় খাঁটি,
ধান কাটা শুরু করে ক্ষেতে বাঁধে আঁটি।

ছায়ানীড় জনপদে কলরব উঠে,
কাজ নিয়ে মাঠেঘাটে ভোর হলে ছুটে।
কড়া রোদ চড়া দেখে মনে দাঁড় বায়,
ধান তুলে গোলা ভরে সব ভুলে যায়।

নব ফসলের ঘ্রাণে ভরে উঠে মন,
ঘর ভরা ধান তার নেই অনটন।
এর চেয়ে ঢের বেশি চাহিদাও নাই,
ভালো ফসল পেয়েই খুশি চাষি ভাই।