চোখের পলকে শেষ এবারের ঈদ,
পিতামাতা স্বজনের আশা বহুবিধ।
শেষ হয়েও এখনো হয় নাই শেষ,
শতায়ু দাদা-দাদির ঈদের আমেজ।

মাহে রমজানের এ খোশ আমদেদ,
সময়ের দোলাচালে ঘটে বিচ্ছেদ।
আশার ভেলা ভাসাও আঁকড়িয়ে ধরো,
খুশির আমেজ রেখে জীবনটা গড়ো।

জীবনে এমন ঈদ বারেবারে আসে,
সময়টা চলে যায় আশাগুলো ভাসে।
ঈদে আসা সহবত ধরে রাখা চাই ;
এরচেয়ে ভালো কাজ দুনিয়াতে নাই।

পাড়াঘর ঘুরে দেখো ঘুরো সারা গাঁও,
হাসি খুশি একসাথে ভাগ করে নাও।
খুঁজে দেখো মনমরা এমন কে আছে,
হাসিমুখ সাথী করে যাও তার কাছে।

সাথে রাখো প্রতিবেশী বন্ধন ও প্রীতি,
ঈদের আমেজ আর সামাজিক রীতি।
প্রসন্ন করো মন ছাড়ো হাহুতাশ,
খোশ আমদেদ মনে রাখো বারোমাস।

আনন্দ ভাগ করো সমতার পথে,
অবিরাম মিল রাখো প্রীতি আর মতে।
বয়স্ক যাঁরা আছে সম্মান দাও,
বিনিময়ে স্নেহ আর ভালোবাসা নাও।

খুশিভাব ধরে রাখো যতটুকু পারো,
ভাইভাই মনোভাব গাঢ় করো আরো।
মানবতা গড়েই তো বিখ্যাত হয়,
নিজ দেশ-বিদেশ ও সারা বিশ্বময়।