চারিদিকে মানুষের অমানুষী কাজ,
সম্মান চলে গেলেও তার নেই লাজ।
দুনিয়ার আয়ুষ্কাল এই বুঝি শেষ,
সিংগায় ফুক দেবে হবে নিঃশেষ।
জীবন আত্মত্যাগে আনন্দে নয়,
বিধাতার হুকুমতে মনে রাখো ভয়,
কায় মনে কাজ করো একিনের সাথে,
তবেই তো ফলাফল পাবে আখিরাতে।
গোশত পোলাও তুমি যতটুকু খাও,
ছিন্নমূল কাছে ডেকে সমভাগ দাও।
বিধাতার দেয়া পথে অবদান রাখো,
নাজাতের পথে হেঁটে বিধাতাকে ডাকো।
দুনিয়া ও আসমান মালিকের হাতে,
তাঁর কাছে অবিচার নেই কারো সাথে।
খালিক মালিক যিনি তিনি তো মহান,
পাপপুণ্য যা করো পাবে প্রতিদান।
ভালো লোক খুঁজে খুঁজে বন্ধুত্ব গড়ো,
সৎ পথে মন দিল কোরবানি করো।
গলা মাথা উঁচু নয় রাখো ম্রিয়মাণ,
অপরের হক দাও সমানে সমান।
চারিদিকে যার যার প্রতিবেশী আছে,
কথা কাজে আচরণে ধরে রাখো কাছে।
হিসাব দিতেই হবে আজ নয় কাল,
ত্যাগের মহিমা নিয়ে ধরো তার হাল।
আবেগের কথা ভুলে চলো ভাইভাই,
বিধাতার ছাড় পেতে আর পথ নাই।
এমন ভাবনা রেখো নত করে শির,
দুনিয়ার ক্ষণকালে তুমি মুসাফির।