শ্রদ্ধার মায়াজালে
সময়ের তালে তালে
ভরা এই মন।
অনন্ত অসীম ঝড়
কেঁপে উঠে থরথর
মন গুনে ক্ষণ।
প্রিয় তুমি এই মনে
মনে জাগো ক্ষণে ক্ষণে
তোলো আলোড়ন।
যত কথা বলে যাও
যত পারো দোষ দাও
নেব আমরণ।
যাই ভাবে সুমী রুমী
আজীবন পাবে তুমি
ভালো আচরণ।
হুলিয়াটা জারি হয়
বাতাসটা ভারী হয়
শুরু বরষণ।
তবু চলি পিছু পিছু
ছেপে যাই সবকিছু
ভাবি অকারণ।
ভাব জাগে তাঁর সনে
অকারণ এই মনে
নেই অনশন।
উঁচু পিঠ খালি করে
দুনিয়ার খেলাঘরে
দেই আবরণ।
ঢেউগুলো কূল শাসা
বিপরীতে ভালোবাসা
পাবে আজীবন।