কেমন আছো বন্ধু বললে না আজ,
দেখা নাই তবু পাই চিরতার ঝাঁঝ।
অসময়ে জীবনটা ছিলো এলোমেলো,
ফিরে দেখো শুভদিন এই বুঝি এলো।

যায় দিন আসে রাত জগতের রীতি,
আঁধারটা কেটে গেলে গড়ে উঠে প্রীতি।
খাঁটি প্রেমে দিনরাত সমানে সমান,
অসময়ে দাঁড় টানে সেই প্রীতিটান।

যদি থাকে ভরা নদী চরে উঠে জল,
ধূলি উড়া শেষ হয়ে বাড়ে কোলাহল।
অসময়ে ছিলে তুমি সুসময়ে আছো,
আজীবন তুমি যেনো এভাবেই বাঁচো।

মনের স্বপ্নটা আজ নিয়ে যায় দূরে,
হাতের মুঠোয় এসে পৃথিবীটা ঘুরে।
শুধু তুমি তুমি বলে সারাদিন ভাবি,
প্রতিদিন সারা চাই যার হাতে চাবি।

বলবো মনের কথা যখন তখন,
এমন মধুর টানে ছেড়ে দাও মন।
ভোর হলো কথা হবে আছি এই সাজে,
অপেক্ষায় কখন যে টেলিফোন বাজে।

দিন যায় কথা থাকে মনে বাজে সুর,
তুমি হবে চিরসাথী আর কত দূর?
ভাবনাটা মনে আসে ভেসে উঠে ছবি,
আঁখি মেলে চেয়ে দেখি উঠে যায় রবি।