অতীতের সব কথা পড়ে মোর মনে,
ক্ষণে ক্ষণে  মন যায় সেই অঙ্গনে।
স্মৃতির পাতায় ফিরে মনে উঠে ঘোর,
মাঠেঘাটে মন যায় বাজে সেই সুর।

চাষী ভাই পাকা ধান কেটে নিয়ে যায়,
ছেড়ে দেয়া গরুগুলো মাঠে ঘাস খায়।
সবুজ শ্যামল মাঠ চারিদিকে বাড়ি,
গাছ পাকা ফল খেয়ে নিঃশ্বাস ছাড়ি।

বাড়ি জুড়ে যত গাছ চারিদিক ঘেরা,
গাছে থাকা ফুল ফল জগতের সেরা।
টাটকা ফলের রসে ভরে উঠে মন,
গাছ থেকে পাড়া যায় যখন তখন।

বাড়ি ঘেঁষা পুকুরের জলে শুধু মাছ,
পুকুরের চারিধারে আম জাম গাছ।
আরো যত নানা গাছ চারিদিক ভরা,
মনের গভীর টানে নিজ হাতে গড়া।

সোনার ফসল ফলে ভরে উঠে মাঠ,
নব ফসলের ঘ্রাণে ভাসে মাঠঘাট।
এমন সময় গ্রামে বারেবারে আসে,
সুখী হয় গ্রামবাসী মন খুলে হাসে।

এককালে এই দিন আমারো তো ছিলো,
ইটের দালানকোঠা সব কেড়ে নিলো।
জীবনের প্রয়োজনে মরি হায় হায়,
সংসারে গড়া আজ একগাদা দায়।

নগরজীবনে আজ ইটগাঁথা নীড়,
উপরে সাহেব বনে উঁচু রাখি শির।
দায়ভারে মনে থাকে শত ভয়ভীতি
নব ফসলের ঘ্রাণ কেবলই স্মৃতি।