সারাদিন জামা গায়ে ধূলাবালি মিশে,
কাদাজল মশা-মাছি সব পায়ে পিষে।
যত খানা পাতে দাও ঘরে রাখা দায়,
সুখ পাখি ডাক দিলে ছুটে চলে যায়।

মন ভরা খুশি তার প্রাণ ভরা সুখ,
সব দাঁত ভেসে উঠে চড়া করে মুখ।
যত বেশি বকা শোনে তত হাসি পায়,
গায়ে পড়ে কথা বলে টক ঝাল খায়।

অকারণে হাতে তুলে একগাদা ফুল,
এলোমেলো পথ চলে যত থাক ভুল।
সাদা-কালো যাই দেখে মনে লাগে দোলা,
ভাবে নাতো দরজাটা বন্ধ না খোলা।

মনের গোপন কথা একা একা বলে,
আকাশটা হাতে পায় সাথে নিয়ে চলে।
চোখ মেলে চেয়ে দেখে মিটিমিটি তারা,
মন থাকে দিন-রাত প্রেমে দিশেহারা।

আঁটি বাঁধা প্রেমে ভুবে তার মন সাজে,
রাতদিন সেই মনে একতারা বাজে।
জ্বালাতন সব ভুলে মন শুধু হাসে,
তার কাছে ছুটে যায় যাকে ভালোবাসে।

নবপ্রেম করে যায় তার মনে খেলা,
মন ভরা আশা নিয়ে ভাসে তার ভেলা।
তাকে দেখে কটু কথা বলে যদি কেউ,
এটা কোন দোষ নয় যৌবনের ঢেউ।