নবপ্রেম করে যায় মন জুড়ে খেলা,
মন ভরা আশা নিয়ে ভাসে তার ভেলা।
ভাব দেখে কটু কথা বলে যদি কেউ,
এটা যেনো দোষ নয় যৌবনের ঢেউ।

অনাগত ভাবনায় জীবনটা ছুটে,
কখন যে আশাটুকু ফুল হয়ে ফুটে।
দায়ে পড়ে কারো যদি যায় অসময়,
ভাবনায় থাকে মন দূর হবে ভয়।

মনের গোপন কথা একা একা বলে,
আকাশটা হাতে পায় সাথে নিয়ে চলে।
চোখ মেলে চেয়ে দেখে মিটিমিটি তারা,
মন থাকে দিন-রাত প্রেমে দিশেহারা।

স্বপ্ন প্রবল বেগে মন জুড়ে নাচে,
বাস্তব ফিকে হলেও আশাটুকু বাঁচে।
আশা থাকে শুভদিন এই বুঝি আসে,
জনতার অগোচরে একা একা হাসে।

সারাদিন জামা গায়ে ধূলাবালি মিশে,
কাদাজল মশা-মাছি সব পায়ে পিষে।
অকারণে হাতে তুলে একগাদা ফুল,
এলোমেলো পথ চলে যত থাক ভুল।

বেদনায় পিষে মন ভাবনায় গতি,
যৌবনের ঢেউ যেনো নদী ইছামতি।
জীবনে এমন দিন সকলের আসে,
দোষ গুণ যাই শুনে মন খুলে হাসে।

ভাবনায় মন জুড়ে উঠে যায় বান,
চুপিচুপি চলে মন ভুলে অভিমান।
ভালোবাসা ঢেউ তুলে চলে নিরবধি,
যৌবনে মন যেনো বড়ো এক নদী।